সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গতদের মাঝে ব্যাপক আকারে ত্রাণ তৎপরতা শুরু করেছে এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান সেন্টারের অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম চলবে কয়েকমাস ধরে। ত্রাণ কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, পুনর্বাসন, টিউবওয়েল, স্যানিটেশন। প্রাথমিকভাবে সিলেট জেলার চার উপজেলা- সদর উপজেলা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২১ ও ২২ জুলাই দুইদিনব্যাপী ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করা হয়। ২১ জুলাই সিলেটের সদর উপজেলার হলিভিউ রোডস্থ জামিয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসা ময়দানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, মাওলানা মুহ্‌িবুল্লাহিল বাকী নদভী, মাওলানা হোবাইব বিন তৈয়ব, ড. মাওলানা মোজাফফর হোসাইন নদভী, মাওলানা মুহাম্মদ আমীন নদভী, অধ্যাপক শফি উল্লাহ কুতুবী, এরফানুল করিম চৌধুরী, ছালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েস, বুরহান উদ্দিন প্রমুখ।
চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন : সিলেট ও সুনামগঞ্জ জেলায় চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেয়। সংগঠনের মূল লক্ষ্য ছিলো প্রত্যন্ত এলাকায় এই সহায়তা পৌঁছানো। এ জন্য যথাযথ ভিকটিম ৩৪টি পরিবারের একটি তালিকা করে তাদের গৃহ নির্মাণের জন্য পরিবার প্রতি পাঁচ হাজার টাকা নগদ অর্থ প্রদান করে সংগঠন। গতকাল দিনব্যাপী এই আর্থিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ, মোহাম্মদ জাহিদ বুলবুল, ডা. তারেক আহমদ, ইয়াসির আরাফাত, একেএম আবুল বাশার সোহেল, মনিরুজ্জামান নান্নু, ইসমত আরা বেগম রুমা, বদরুজ্জামান ইকবাল। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সফর আলী, রুহুল আমীন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, গৌতম বাবু এবং কাঞ্চন মিয়া প্রমুখ। হাউরের প্রত্যন্ত এলাকায় বন্যা কবলিত লোকের সঠিক তালিকাসহ পুরো প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেন সিলেট মদন মোহন কলেজের বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক এবং কলেজের বিএনসিসি- এর কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময়