সিলেটে বানভাসীদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সিলেটে বন্যদুর্গত এলাকায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গ্রাম বাংলার জনতা : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পানীবন্দী প্রাশ পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে অনলাইনের জনপ্রিয় গ্রুপ গ্রাম বাংলার জনতা। গত ২ জুলাই দিনব্যাপী এই কার্যক্ষম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন সমাজসেবক মুহাম্মদ শওকত হোসাইন, রোটারেক্ট ফখরুদ্দিন আহম্মেদ রিয়াজ, আশিকুর রহমান রাকিব, নজরুল ইসলাম, শিল্পী দত্ত, ফারহানা ইসলাম, বাহার উদ্দীন, শাহীন ভূইয়া, ইয়াসিন কবীর তপু প্রমুখ।

দূরবীন ফাউন্ডেশন : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরবীন ফাউন্ডেশনের ‘ক্ষুদা মুক্ত সম্পর্ক হোক’ প্রজেক্টের মাধ্যমে ২য় ধাপে কুড়িগ্রামে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরি মেডেসিন বাক্স, কিশোরী ও মহিলাদের জন্য সেনেটারি ন্যাপকিন নিয়ে যুগ্নিদহে বিতরণ করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আফজাল সুলতান (সাফি) জানান, বন্যার পানি অনেক অংশে কমে আসলেও চর এলাকার মানুষগুলোর অভাব লেগেই থাকে সারা বছরই। সুদূর চট্টগ্রাম থেকে ২০ ঘন্টার জার্নির পর মানুষগুলোর মুখের হাসিগুলো আমাদের কষ্ট ভুলিয়ে দেয়। দুর্যোগ আমাদের শুধু ক্ষতি করে তা কিন্তু নয়, মানবিকতা কিংবা পরস্পরের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা এমন দূর্যোগ হলেই পাই।

মানবাধিকার ফোরাম : বাংলাদেশ মানবাধিকার ফোরম চট্টগ্রাম শাখার উদ্যোগে সিলেটের সুনামগঞ্জের দোয়ারা থানার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের যোগির গাও, আম বাড়ি, দোয়ারা বাজারে পানিবন্দী এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল, আলু, পানি, চিড়া গুড়, মুড়ি বিস্কুট, লবণ, ওরস্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মানবিক টিম প্রধান আকতার উদ্দিন রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পলাশ ধর, সমন্বয়ক জিএম মাহাবুর হোসেন, বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন মো. এয়াকুব, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, মো. শাহনেওয়াজ চৌধুরী শুভ, বোরহান উদ্দিন, মো. শাহেদ, আলী আজগর, মো. রাকিব, তারিকুল ইসলাম হিমু, মো. ফারুক, জারিফ আহমেদ জয়, রায়হান আলম রাফী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউইকন প্রপার্টিজ-লংকাবাংলা ফাইন্যান্সের এমওইউ স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধসিএনজিতে ফেলে যাওয়া ৫০ হাজার টাকা ও ল্যাপটপ ফিরে পেলেন ব্যবসায়ী