সিলেটে বন্যাদুর্গতদের জন্য উত্তর জেলা বিএনপির অনুদান

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে : মির্জ ফখরুল

| সোমবার , ১৫ আগস্ট, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শনিবার সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যের জন্য আর্থিক অনুদান হস্তান্তর করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্‌বায়ক গোলাম আকবর খোন্দকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানবিক সাহায্যের জন্য যেভাবে এগিয়ে এসেছেন তেমনি দ্রব্যমূল্য কমানোর আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ঠাকুর, গাজী নিজাম উদ্দিন, রিপন তালুকদার, আবুল বশর, দিদারুল আলম মিয়াজী, নিজাম উদ্দিন কমিশনার, কাজী মো. মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, ওহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে বিশ্ব যুব দিবস পালিত
পরবর্তী নিবন্ধখালেদার জন্মদিন পালনে কাল বিএনপির দোয়া মাহফিল