সিলভার বেলস্ কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুর রহমান।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার। প্রধান শিক্ষক বিশিষ্ট কবি বিভা ইন্দু এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মার্চ পাস্ট প্রদর্শন এবং চোখ ধাঁধানো, নান্দনিক ডিসপ্লেতে অংশ নেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৪টি ইভেন্টে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী। বর্ণাঢ্য ও সুশৃঙ্খল ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করে তুলতে নিরলস পরিশ্রম করেন স্কুলের সকল শিক্ষকবৃন্দ।