সিরিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা মিনিয়েহ থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। অন্তত ১২০ থেকে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন নৌকাটিতে। লেবানন থেকে সিরিয়া পৌঁছে সেখান থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। খবর বাংলানিউজের।
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ৭৭ জন মারা গেছেন। ২০ জন চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে আটজনের অবস্থা গুরুতর। অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি সিরিয়ার দক্ষিণে অবস্থিতি টারতুস বন্দরের কাছে ডুবে যায়।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা স্লাইমান খলিল বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালাচ্ছি। উদ্ধার কাজে রাশিয়াও সহায়তা করছে।