বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
বিক্ষোভ মিছিলটি নগরীর পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্য সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।