সদ্য প্রয়াত আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল এবং রজব মাসের পবিত্র গেয়ারভী শরীফ গতকাল বুধবার আলমগীর খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। বিকাল থেকে বিভিন্ন খতমের মাধ্যমে শুরু হয়ে এশা পর্যন্ত পবিত্র গেয়ারভী শরীফ, স্মৃতিচারণের পর অডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ)। মোনাজাতে তিনি বলেন, সিরাজুল হক আজীবন আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির খেদমত করে গিয়েছেন। এজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এ খেদমতের উছিলায় আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ ও মোহাম্মদ হোসেন খোকন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, আনজুমানের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, লোকমান হাকীম মোহাম্মদ ইব্রাহীম, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আনজুমানের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, জামেয়ার ওলামায়ে কেরাম ও শিক্ষক–শিক্ষার্থী, গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের সদস্য, মরহুমের পরিবারবর্গসহ অসংখ্য পীর ভাই–বোন ও আশেকবৃন্দ।
সিরাজুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে মোহাম্মদ মনজুর আলম বলেন, আনজুমানে আমার অভিভাবক হিসেবে তিনি আমাকে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করতেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আনজুমানের দায়িত্ব পালনের পাশাপাশি দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, জামেয়া ছাত্রাবাসের তদারকির দায়িত্ব পালনসহ আনজুমান–জামেয়া–গাউসিয়া কমিটির বহু খেদমত তিনি করেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে হুজুর কেবলাগণ মর্মাহত হন এবং তাঁর জন্য দোয়া করেন। সিরাজুল হক, মোহাম্মদ মহসিনসহ আনজুমানের খুঁটিগুলো একে একে হারিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের কর্মজীবন আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম হতে সঠিক নেতৃত্ব তুলে আনাই হবে আমাদের পরম সফলতা।
আনোয়ার হোসেন তাঁর স্মৃতিচারণে বলেন, প্রত্যেক গেয়ারভী শরীফে তিনি উপস্থিত থাকলেও আজ তাঁর স্মরণসভা করতে হচ্ছে। ৬ রজব খাজা গরীব নেওয়াজের পবিত্র ওরস মোবারকের দিন তিনি দুনিয়া হতে পর্দা করেন। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত।
সিরাজুল হকের স্মৃতিচারণ করেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, পরিবারের পক্ষে মরহুমের ভাতিজা হাফেজ মোহাম্মদ আজহারুল হক। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফের পাশে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











