সিভাসুর ডিভিএম ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

| শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, ভেটেরিনারি ক্লিনিক্‌স-এর পরিচালক প্রফেসর ড. মো. রায়হান ফারুক এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রামের উপপরিচালক ডা. সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
পরবর্তী নিবন্ধবিচারপতি শেখ হাসান আরিফের স্ত্রীও না ফেরার দেশে