‘দাবি দিবসে’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার এক সমাবেশ নগরীর সিনেমা প্যালেস মোড়ে গতকাল শুকবার অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্ররা বুকের রক্ত দিয়েছে সে স্বপ্নসাধ এখনো বাস্তবায়িত হয়নি। আমরা সে স্বপ্নের বাংলাদেশ চাই।
সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড শাখার সদস্য কমরেড জামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান চৌধুরী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিনেমা প্যালেস হয়ে নিউমার্কেট গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












