সিপিডিএলের আরেকটি নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল নগরীর অভিজাত এলাকা পাঁচলাইশের সন্নিকটে একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে। গত ৩১ মে সিপিডিএল পরিবার ও ভূমি মালিক শামীম হাছান, আজিজা হোসেন, সেলিনা হোসেন, শাহনাজ হোসেন, নাজমা সেহেলী, ইশতিয়াক মোহাম্মদ শফিকের সাথে তাদের পাঁচলাইশ মোড় সংলগ্ন প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাঁদের আস্থা প্রকাশ করে গ্রাহক প্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি পরিবেশে তুঁত চাষ সহজ, মূলধনও কম লাগে
পরবর্তী নিবন্ধবিশ্ব তামাকমুক্ত দিবসে চন্দনাইশে সভা