সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

রেলওয়ে কলোনী মাঠে মতবিনিময় সভায় শাহাদাত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও দাম নিয়ন্ত্রণে সরকার মনিটরিং করছে না বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়ছে। মানুষ হাহাকার করছে। সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তবুও বাজার মনিটরিংয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। গতকাল সোমবার রেলওয়ে কলোনী মাঠে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, বিএনপির হাজার হাজার নেতা-কর্মী মিথ্যা ও গায়েবি মামলায় জর্জরিত। এসব শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভয়কে জয় করতে হবে। এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। প্রধান বক্তা নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ভিন্নকথা বললেই মামলা। দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুজ জাহেদ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, কান্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক নেতা এম আর মঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সখিনা বেগম, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, তোফাজ্জল হোসেন চৌধুরী, আসাদুজ্জামান দিদার, আবদুল হালিম পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক মো. হেলাল হোসেন, তানভীর মানিক, আবদুল আউয়াল টিপু, আবুল কালাম, গোলজার হোসেন মিন্টু, ডা. শরীফ, শাহ আলম, দিলীপ, গোফরান, আমজাদ, রিদোয়ান বারী, এবায়দুল্লাহ, শামীম চৌধুরী, বাদশা, জাহাঙ্গির, হাবিবুল ইসলাম, আশিক মল্লিাক, ইউনুস মুন্না, মিল্টন, দেলোয়ার, হোসেন, জাবেদ, আবদুর রহমান, জসিম, এন আই চৌধুরী, মো. সরওয়ার, আলিম উদ্দিন গুড্ডু, আকতার হোসেন, মাহবুব খালেদ, নুর আলম, জুয়েল, রিফাত হোসেন সাকিল, সামশুদ্দিন সামশু, ইসমাইল রকি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আবদুল হক কমান্ডার স্মরণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া আসা ভাড়া ১০১০৪ টাকা