সিনোফার্মের ৫০ লাখ টিকা আসছে আজ

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চীন থেকে কেনা সিনোফার্মের ৫০ লাখ টিকা আজ ঢাকায় আসছে। গতকাল শুক্রবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গতকাল চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশের ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আজ সকালে বাণিজ্যিকভাবে কেনা এই টিকা ঢাকায় পৌঁছাবে। খবর বাংলানিউজের।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে ৫ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ৬ লাখ ডোজ। এছাড়া বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান ৩ জুলাই দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা ।
এদিকে গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাঙের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমা-বাবা, ভাইবোনকে কুপিয়ে জখম করল যুবক