মাহি গত সোমবার রাতে বের হয়েছেন রাজনৈতিক প্রচারণায়। না, তিনি রাজনীতির মাঠে নামেননি, বরং স্বামী রকিব সরকারের জন্যই সরব হয়েছেন নায়িকা। আগামী ২০ অক্টোবর গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন। এতে সাধারণ সম্পাদক প্রার্থী মাহির স্বামী রকিব। তাই রাতবিরেতে পোস্টারিং করে জনসমর্থন নেওয়ার চেষ্টায় মশগুল রাজনীতিক স্বামীর নায়িকা স্ত্রী। পোস্টার লাগানোর সময় ফেসবুক লাইভে আসেন মাহি। স্বামীর উদ্দেশে বলেন, আমি জীবনে প্রথম পোস্টার লাগিয়েছি।
তোমার জন্য অনেক শুভকামনা। এরপর পোস্টার লাগানোর মুহূর্তে ধারণ করা কয়েকটি ছবি শেয়ার করেন ‘অগ্নি’ খ্যাত নায়িকা। ক্যাপশনে মজার ছলে বলেন, রকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নিজের সিনেমায় সময় না দিয়ে রাজনীতির মাঠে ব্যস্ত, মাহির এমন ভূমিকায় দায়িত্বশীলতার প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, নায়ক আদরের সঙ্গে যদি মাহিও প্রান্তিক সিনেমা হলগুলোতে যেতেন, তাহলে ‘যাও পাখি বলো তারে’ আরও বেশি সাড়া পেতো। বিষয়টি নিয়ে মাহির মন্তব্যের জন্য ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।