সিদ্ধান্ত রাজনৈতিক নয় : মন্ত্রী মোজাম্মেল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ পদক বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক নয়। পৃথিবীতে সম্মানসূচক খেতাব বাতিলের বহু নজির রয়েছে। গতকাল বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের নামে গাজীপুরের কালিয়াকৈ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের নামফলক উন্মোচন করেন মন্ত্রী। সেখানে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর আত্মস্বীকৃত খুনিদের বিদেশ চলে যেতে সহযোগিতা করেছেন জিয়াউর রহমান। দেশের সংবিধান পরিবর্তন করে শাহ আজিজ, আব্দুল আলিমসহ স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন। খন্দকার মোশতাক, জিয়া তো শাস্তি পাননি। মৃত্যু হলে কোনো আইনে আদালতে শাস্তির রায় ঘোষণা হয় না। আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী চারজনের সনদ, সম্মাননা বাতিলের সিদ্ধান্ত হয়েছে এবং একই মিটিংয়ে খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ আরও অনেকের নাম এসেছে। বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা ছিল, সেগুলো পেশ করার জন্য আমরা একটি উপ-কমিটি করেছি। দালিলিক প্রমাণের ভিত্তিতে তাদের যে সম্মানসূচক পদবি রয়েছে সেগুলো বাতিল করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনানীকে দেখতে যাওয়ার পথে সন্তান হারালেন মা
পরবর্তী নিবন্ধরাজনৈতিক প্রতিহিংসায় এই সিদ্ধান্ত : বিএনপি