সিডিএ চেয়ারম্যান এর প্রতি খোলা চিঠি

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

মাননীয় সিডিএ চেয়ারম্যান মহোদয়, প্রাচীন পতেঙ্গা সমুদ্র সৈকতকে বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনায় (ব্যবসার জন্য) দিয়ে ধ্বংস করবেন না। আপনি যদি এই কাজ করেন, ইতিহাসে আপনি একদিন নিন্দিত হবেন। দয়া করে এ কাজটি করবেন না। সমুদ্র আল্লাহর দান। পারলে উন্নয়ন ও সংস্কার করুন। খোলা আকাশের নীচের সমুদ্র সৈকতটিকে নষ্ট করবেন না। আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি, এটি ইজারা দেয়া হচ্ছে।
মাননীয় সিডিএ চেয়ারম্যান মহোদয়, কত মানুষের স্মৃতি এই সমুদ্র সৈকতের সাথে জড়িত! আপনি অবগত আছেন আপনাদের বাড়িতে আতিথিয়েতা গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সহ অসংখ্য মনীষী এই সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন। সবই ইতিহাসে লিখা।
আপনি ব্যবসায়ীদের ইচ্ছে পুরনে নয়, জনগণের জন্য সমুদ্র সৈকত রক্ষা করুন। আমি ইতিহাসের প্রয়োজনে বিষয়টির উপর দাবী করছি। হয়তো এই লেখা আপনার কাছে পৌঁছাবে! আবার নাও পৌঁছতে পারে।
আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই দায়িত্ব পবিত্র মনে করে তুলে ধরেছি। আশা করি আপনি মানুষের পক্ষে থেকে বিষয়টি রক্ষা করবেন।

সোহেল মো. ফখরুদ-দীন, সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, চট্টগ্রাম, বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনরওয়ের সংবিধান দিবস এবং বিশ্ব তার ও বিশ্বটেলিযোগাযোগ দিবস
পরবর্তী নিবন্ধবজ্রপাতে প্রাণহানি এড়াতে সচেতনতার বিকল্প নেই