সিডিএর দোষ ধরা ছাড়া সিটি কর্পোরেশনের কোনো কাজ নাই : দোভাষ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৭ পূর্বাহ্ণ

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ দৈনিক আজাদীকে বলেছেন, তারা (চসিক) নালা পরিষ্কার করবে না, আবার কিছু ঘটলেই সিডিএর দোষ দেয়। সিডিএর দোষ ধরা ছাড়া মনে হয় সিটি কর্পোরেশনের আর কোনো কাজ নাই। তিনি বলেন, ময়লা পরিষ্কার না করার কারণে সেখানে পানি কতটুকু ছিল বোঝা সম্ভব হয়নি। ভালোমতো পরিষ্কার করলে দুর্ঘটনা ঘটত না। তারপরও যে ঘটনা ঘটেছে সেটা অনাকাক্ষিত। এটার জন্য দুঃখ প্রকাশ করছি। নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
‘চশমা খালের মুরাদপুর অংশে ব্যবসায়ী নিখোঁজের ঘটনা ঘটেছে স্ল্যাব বা ব্যারিয়ার না থাকার কারণে। এজন্যও সিডিএকে দায়ী করা হয়েছিল’। এ প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান বলেন, সিডিএ তো মাত্র দুই বছর ধরে কাজ করছে। এর আগে ৩০ বছর ধরে তো সিটি কর্পোরেশন সেখানে ব্যারিয়ার দেয়নি, খাল তখন তো তাদের দায়িত্বে ছিল। তারা তখনো পরিষ্কার রাখতে পারেনি বলে সিডিএকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রকল্পের আরো দুই বছর বাকি আছে। এখন সেখানে কাজ করছে সেনাবাহিনী। তাদের বলে দেব রেলিং দেওয়ার জন্য। তিনি বলেন, আগ্রাবাদে নালায় আমাদের কোনো কাজ নাই। তারপরও স্থানীয়দের অনুরোধে আমাদের ঠিকাদার স্ল্যাব দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্ব সিডিএর, দায়ী নির্মাণকারী প্রতিষ্ঠানের অবহেলাও : মেয়র
পরবর্তী নিবন্ধএমন ঘটনা ঘটলে শহর বাসযোগ্য হয় কীভাবে : আশিক ইমরান