সিডিএর অভিযান বাকলিয়ায় তিন দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরীর সিরাজউদ্দৌলা রোড ও বাকলিয়া এক্সেস রোডের সংযোগ মুখ থেকে তিনটি দোকান উচ্ছেদ করেছে সিডিএ। গতকাল সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফয়েজ আহমদ দৈনিক আজাদীকে জানান, নির্মাণাধীন বাকলিয়া এক্সেস রোডের মুখটি (সিরাজউদ্দৌলা রোড অংশে) বড় করা হচ্ছে। তাই মুখে থাকা তিনটি দোকান উচ্ছেদ করা হয়। দোকান মালিকদের আগে নোটিশ দেয়া হয়েছিল।
প্রসঙ্গত, সিরাজউদ্দৌলা রোডের চন্দনপুরা মসজিদের বিপরীত পাশে আয়েশা খাতুন লেন দিয়ে বাকলিয়া থানার পাশ দিয়ে কর্ণফুলী সেতুর সংযোগ সড়কে যুক্ত হয়েছে বাকলিয়া এক্সেস রোড।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের বস্ত্র ও খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইলিশ ধরা বিষয়ে সচেতনতা সভা