পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের বস্ত্র ও খাদ্য বিতরণ

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে প্রতিবছরের মতো গতকাল লালাবাড়ির পারিবারিক সহযোগিতায় পটিয়াস্থ পূর্ব গৈড়লা বীণাপাণি সংঘে বস্ত্র ও খাদ্যবিতরণ, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বীণাপাণি সংঘের সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহসভাপতি লায়ন বাবুল কান্তি লালার সভাপতিত্বে ও বীণাপাণি সংঘের সেক্রেটারি ঝুলন কান্তি দাশ, অপু বিশ্বাস এবং পুলক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান। বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়াটার্স) লায়ন জি কে লালা, জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, বীণাপাণি সংঘের উপদেষ্টা সুশীল ঘোষ ও ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদের সদস্য আবু সৈয়দ মল্ল, মহিলা সদস্য সীমা ভট্টাচার্য। প্রায় ১৫০০ গ্রামবাসী ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দুলাল লালা, লায়ন দীপ্তি লালা, লায়ন পম্পি লালা, পান্না লালা, লিও জেলা প্রেসিডেন্টের চীফ এডভাইজার লিও রাহুল লালা জয়, লিও রাজেশ লালা, লিও দীপ্ত লালা। সভা শেষে আম গাছের চারা রোপন করে সেবা কর্মসূচি সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেরুর স্বর্গের দরজা ঘিরে যত রহস্য
পরবর্তী নিবন্ধসিডিএর অভিযান বাকলিয়ায় তিন দোকান উচ্ছেদ