সিডিএর অভিযানে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন লতিফপুর কিচেন মার্কেট ও সীতাকুণ্ডের সলিমপুর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ২০টি স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সলিমপুর সিডিএ আবাসিক এলাকা আধুনিকায়ন প্রকল্পের পরিচালক কাজী কাদের নেওয়াজ, মূল্যায়ন কর্মকর্তা আলমগীর খান, সহকারী প্রকৌশলী নির্মন কুমার দও ইবনে আজাদ নুর এ রওশন, সার্ভেয়ার চৌধুরী মো. কাইছার প্রমুখ।

ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের নির্দেশনায় নগরের আকবর শাহ থানায় ও সীতাকুণ্ডের সলিমপুর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির এলএলবি অনার্স ভর্তি পরীক্ষা সম্পন্ন