চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন(সিডিএফএ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। গত ১১ মে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় আগামী ৮ জুন শনিবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিজেকেএস কনভেনশন হলে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে একজন সভাপতি,২জন সহ–সভাপতি,একজন কোষাধ্যক্ষ এবং ৯জন সদস্য নির্বাচন করা হবে। আজ ১৯ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মে। মনোনয়ন পত্র বিক্রি এবং মনোনয়ন পত্র দাখিল যথাক্রমে ২৬ মে এবং ২৮ মে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১ জুন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৯ জুন। নির্বাচন কমিশনের সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হারুন অর রশিদ, নির্বাচন কমিশনার রায়হান উদ্দিন রুবেল এবং আমন্ত্রিত অতিথি সিজেকেএস কাউন্সিলর মো. শওকত হোছাইন।