সিটি গেইট থেকে বিপন্ন ২ লজ্জাবতী বানর উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

নগরীর সিটি গেইট এলাকা থেকে গত বুধবার বিকেলে দুটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতুয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আতুয়ার বগুড়া জেলার ধুপচাচিয়া থানা এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক গণমাধ্যমের কাছে বানর উদ্ধার ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে দুটি বিপন্ন প্রজাতির বানর উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধগবেষণায় অনেক বাধা আসলেও কাজ চালিয়ে যেতে হবে