সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে ‘গ্লোবাল ক্লাইমেট চেইঞ্জ রিয়াল অর মিথ’ শীর্ষক সেমিনার গত মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. নীলাক্ষি দিদার। সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর প্রভাব ও উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. মেহেদী হাছান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিটু দত্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাব সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












