সিজেকেএস হ্যান্ডবল লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লিগ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান এবং সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে হ্যান্ডবল সম্পাদক আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। উদ্বোধনী খেলায় মোহামেডান এস সি (ব্লুজ) ১৪-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাব পরাজিত করে। বিজয়ী মোহামেডান ব্লুজের পক্ষে রুবেল ও মাহিম ৪টি করে গোল করেন। অন্য খেলায় চট্টগ্রাম কাস্টমস এস সি ১৯-০ গোলে সিটি ক্লাবকে এবং ব্রাদার্স ইউনিয়ন ৬-১ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, টেনিস ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জি. আবু সৈয়দ মোহাম্মদ হায়দার, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর নির্বাহী সদস্য নাসির মিঞা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাঁচ হাজার রানের মাইলফলকে তামিম