পাঁচ হাজার রানের মাইলফলকে তামিম

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। তার আগে মুশফিকুর রহিম এই মাইলফলক স্পর্শ করেন। যদিও মুশফিকের আগেই তামিমের এই মাইলফলকে পৌছার সুযোগ ছিল। কিন্তু শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে সে সুযোগকে কাজে লাগাতে পারেননি তামিম। উল্টো তার আগে মুশফিক সুযোগটাকে কাজে লাগিয়ে সবার আগে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান। গতকাল যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এন্টিগুয়া টেস্টে খেলতে নামছিলেন তামিম তখন পাঁচ হাজার রানে পৌঁছাতে প্রয়োজন ছিল ১৯ রানের। ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ১৯ রান তুলে নিয়ে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তামিম। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই তিন উইকেট হারায়। দলের রান যখন ১৯ রান তখন তামিমের রানও ১৯। ক্যারিয়ারের ৬৮ তম টেস্টে এসে পাঁচ হাজার রান পুরন করলেন তামিম। খেলেছেন ১২৯ ইনিংস। সেঞ্চুরি করেছেন ১০টি আর হাফ সেঞ্চুরি ৩১টি। তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটি ২০৬ রানের। যা তিনি ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে করেছিলেন। অবশ্য এরপর আর বেশিদূর এগুতে পারেননি তামিম। ২৯ রান করে ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
তবে সবার আগে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌছে যাওয়া মুশফিকুর রহিম খেলেছেন ৮২ টি টেস্ট এবং ১৫১ ইনিংস । তার রান এখন ৫২৩৫। মুশফিকের সেঞ্চুরি ৯টি আর হাফ সেঞ্চুরি ২৫টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২১৯ রানের। যা তিনি ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন। মুশফিকের ক্যারিয়ারে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। যা বাংলাদেশের আর কারো নেই। তবে গড় এবং স্ট্রাইক রেট দু দিন থেকেই এগিয়ে তামিম। তামিমের গড় যেখানে ৩৯.৬৮ সেখানে মুশফিকের গড় ৩৭.৯৩। তামিমের স্ট্রাইক রেট যেখানে ৫৭.৯৭ সেখানে মুশফিকের স্ট্রাইক রেট ৪৭.১২।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস হ্যান্ডবল লিগ শুরু
পরবর্তী নিবন্ধপাকিস্তানের নির্বাচকদের সমালোচনায় শহীদ আফ্রিদি