সিজেকেএস হকি টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয়

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস হকি টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিতেছে। গতকাল মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ২১ গোলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার ৪ মিনিটের সময় সম্মিলিত আক্রমণ থেকে কুশলি ফরোয়ার্ড সামী’র চাতুর্যপূর্ণ ফ্লিকে ১০ গোলে এগিয়ে যায় চ’বি দল। ১৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে রকি’র বাড়ানো থ্রু পাস থেকে ফরোয়ার্ড সানজু’র দর্শনীয় কানেক্ট ১১ গোলের সমতায় ফিরে ক্যান্ট পাবলিক কলেজ। দ্বিতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে প্রাপ্ত পিসি থেকে সামী আবারো গোল করলে () এগিয়ে যায় চবি দল।

শেষ পর্যন্ত রক্ষন দৃঢতা দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল লিড ধরে রেখে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ সামীকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতি হকি খেলোয়াড় মুহাম্মদ ফারুক। আজকের খেলা: এসকে স্পোটর্স বিডি এবং জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ ১টা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং চট্টগ্রাম মহানগর হকি ক্লাব .১৫টা।

পূর্ববর্তী নিবন্ধএনসিএল চারদিনের ক্রিকেটেও শিরোপা জিতলো রংপুর
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল