সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের উদ্বোধন

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মাওয়া গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ গতকাল ২৫ ডিসেম্বর বিকাল ৩টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রাদার্স ইউনিয়ন শহীদ শাহজাহান সংঘকে, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ নবীন মেলাকে এবং বাকলিয়া একাদশ ক্লাব ওপিএ কে পরাজিত করে। এবারের লিগে বিভিন্ন দলের হয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড়েরা অংশগ্রহণ করছেন। এর আগে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম ববি ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহিদ উল্ল্যা। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য অহীদুজ্জামান রাজু, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, মকসুদুর রহমান বুলবুল, তৌফিকুল ইসলাম বাবু, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, সাইফুল আলম বাপ্পি, আঞ্জুমান আরা বেগম, মাহমুদুর রহমান মাহবুব, যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য আখতারুজ্জামান, মো. এনামুল হক, নিমশান জাহাঙ্গীর, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃজেলা ক্রীড়া সপ্তাহে চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সাফল্য
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে বোয়ালখালী এবং লোহাগাড়া