সিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে লিটল ব্রাদার্স চ্যাম্পিয়ন

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিটল ব্রাদার্স। রানার্স আপ হয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। শেষ রাউন্ডের খেলায় লিটল ব্রাদার্স পাঁচলাইশ যুব সংঘের সাথে ২২ পয়েন্টে ড্র করে এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও কর্ণফুলী ক্লাবের মধ্যকার খেলাটিও ২২ পয়েন্টে ড্র হয়। লিটল ব্রাদার্স ৯ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৯ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ১২ পয়েন্ট নিয়ে ৩য়, পাঁচলাইশ যুব সংঘ ১১ পয়েন্ট নিয়ে ৪র্থ, ব্রাদার্স ইউনিয়ন ৮পয়েন্ট নিয়ে ৫ম এবং কর্ণফুলী ক্লাব ৭পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করে। ৬ পয়েন্ট নিয়ে বাকলিয়া একাদশ, আবেদীন ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব ৭ম স্থান লাভ করে। তিন দলের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকারে বাকলিয়া একাদশ ৭ম, আবেদীন ক্লাব ৮ম ও ফ্রেন্ডস ক্লাব ৯ম স্থান লাভ করে। ০৫ পয়েন্ট পেয়ে আগ্রাবাদ কমরেড ক্লাব ১০ম স্থান লাভ করে। লিগে ১০ টি দলের ৫৪ দাবাড়ু অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে এফ এ সাইফুল ইসলাম, এন্টি চিটিং আরবিটর হিসেবে সৈয়দ আব্দুল আহাদ ও আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করেন। আগামী ২৪ মে হতে সিজেকেএস ১ম বিভাগ দাবা লীগ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয় বিষয়ে তির্যকের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ৩য় বিভাগ ফুটবল কমিটি গঠিত