চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ গতকাল শনিবার বিকালে এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৬-০ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামকে পরাজিত করে। এ খেলায় ব্রাদার্স ইউনিয়নের শহীদুল হ্যাটট্রিকসহ ৩টি,পলাশ ২টি ও সৃজন ১টি গোল করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের শহীদুল। তাকে পুরস্কৃত করেন আন্তর্জাতিক হকি আম্পায়ার মো. শাহবাজ আলী। এর আগে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে এবং হকি কমিটির যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন নিজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম, হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর, নির্বাহী কমিটির সদস্য জি এম হাসান, মো. শাহজাহান, প্রদীপ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, কাউন্সিলর মাহাবুবুর রহমান, প্রবীণ কুমার ঘোষ, আকতারুজ্জামান, আবদুর রশিদ লোকমান, জাহেদ হোসেন, সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়া উদ্দিন আহাম্মদ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, তরুণ কান্তি ভট্টাচার্য, ইকবাল মোর্শেদ, কাউন্সিলর আলী হাসান রাজু, সাইফুল আলম বাপ্পী, সিজেকেএস হকি কমিটির সদস্য মহসিন উল হক চৌধুরী, মুশফিকুর রহমান, জিয়াউর রহমান, কাজী মঈনুল হক, মাসুদুল ইসলাম, আল মামুনুল করিম প্রমুখ। প্রথম বিভাগ হকি লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে।