সিজেকেএস দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

আগেরদিন প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের উদ্বোধনের পর গতকাল সোমবার দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগও শুরু হলো। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ লিগের খেলায় গতকাল উদ্বোধনী দিনে ৭টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় হালিশহর লাকী ক্লাব ৫০ গোলে শতদলকে, অছি ক্লাব ২০ গোলে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ৫০ গোলে আবেদীন ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স ৬০ গোলে কল্লোল সংঘ গ্রীনকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীন ২১ গোলে মাদারবাড়ী উদয়ন সংঘকে এবং শতাব্দী গোষ্ঠী ২০ গোলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লিগে শুভ সূচনা করে। পাঁচলাইশ যুব সংঘ এবং নোয়াপাড়া লায়ন্স ক্লাবের খেলাটি ৩৩ গোলে ড্র হয়। এরআগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, রেখা আলম চৌধুরী, মাহমুদুর রহমান মাহবুব, মো. এনামুল হক, নাজমুল হক ডিউক, আব্দুর রশীদ লোকমান, শাহ পরান, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, মাসুদুল ইসলাম, হ্যান্ডবল রেফারী এনামুল হক, সানি দত্ত, সোহেল আহমেদ, মো. আলমগীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় টি-২০ তে হার বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএবার বিমানেই ডমিনিকা থেকে গায়ানা গেল বাংলাদেশ দল