সিজেকেএস তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিব বর্ষ সিজেকেএস তায়কোয়ানডো প্রতিযোগিতা আগামীকাল শুক্রবার সিজেকেএস জিমনেসিয়ামে শুরু হচ্ছে। তায়কোয়ানডো কোরিয়ান আত্মরক্ষামূলক অলিম্পিকের অন্তর্ভুক্ত জনপ্রিয় একটি খেলা। এ খেলাকে এ দেশে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে দেশের অভ্যন্তরে তৃণমূল পর্যায়ে এ খেলার প্রসার ও উন্নয়নে এবং সর্বস্তরে এ খেলাকে অধিকতর জনপ্রিয় করতে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন। উম্মুক্ত এ প্রতিযোগিতায় মোট ১২০ জন খেলোয়াড় ১০টি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস তায়কোয়ানডো কমিটির সম্পাদক অনুপ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, সাবেক নির্বাহী সদস্য কামাল আহমেদ, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান, টেবিল টেনিস কমিটির সম্পাদক হারুন রশীদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশীতলপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকোয়ালিটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বেসিক একাডেমি এবং সি.এস ব্রাদার্স জয়ী