সিজেকেএস তায়কোয়ানডো লিগ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তায়কোয়ানডো লিগ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এবারের লিগে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। তারা ২০টি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়াই করবে। সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপি এই তায়কোয়ান্ডো লিগ। একই দিন বিকেলে পুরস্কার বিতরন করা হবে। এবারের তায়কোয়ান্ডো লিগ আয়োজনে বাজেট ধরা হয়েছে দুই লক্ষ বিশ হাজার আটশত টাকা। এই বাজেটের সম্পূর্ণ টাকা সিজেকেএস তহবিল হতে প্রদান করা হবে।

তায়কোয়ান্ডোতে চট্টগ্রাম বেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত গত ২৭২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ২০তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা মহিলা দল (জুনিয়র) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও বিভিন্ন সময় চট্টগ্রাম জেলা তায়কোয়ানডো দল স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তাই এই তায়কোয়ানডো থেকে আরো সাফল্য পেতে চায় চট্টগ্রাম। গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এই তায়কোয়ানডো লিগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস তায়কোনডো কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন তায়কোয়ানডো কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, মো. লুৎফুল করিম সোহেল, সরওয়ার আলম মনি, আলী হাসান রাজু, জাফর ইকবাল, এস এম ইকবল মোর্শেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিশুদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে