চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি হতে সিজেকেএস জিমন্যাশিয়ামে মুজিববর্ষ সিজেকেএস তায়কোয়ানডো লিগ শুরু হবে। এতে অংশগ্রহণকারী দলসমূহকে আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে খেলোয়াড় তালিকা জমা দিতে হবে। উক্ত তারিখের মধ্যে জমা না দিলে লিগে অংশগ্রহণ করতে পারবে না। গতকাল ৮ ফেব্রুয়ারি সিজেকেএস তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক অনুপ বিশ্বাসের পরিচালনায় লিগে অংশগ্রহণকারী ক্লাব প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, তায়কোয়ানডো কমিটির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ লিগে অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।