চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুব শীঘ্রই মুজিববর্ষ সিজেকেএস উশু লিগ হবে। উক্ত লিগে অংশগ্রহণ করার লক্ষ্যে ১৫ দিনব্যাপী সিজেকেএস উশু প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১১ মার্চ হতে সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণেচ্ছুক চট্টগ্রামের উশু খেলোয়াড়দেরকে সিজেকেএস উশু কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল (০১৮১৯-৩৩০৪৩৩) এর সাথে যোগাযোগ করার জন্য সিজেকেএস নির্বাহী সদস্য ও উশু কমিটির সম্পাদক রেজিয়া বেগম ছবি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।