চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে আগামী ২০-২৭ জুন ৭ দিন ব্যাপী আরচারি প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থীদের তালিকা প্রতিষ্ঠানের প্যাডে অধ্যক্ষ/প্রধান শিক্ষকের স্বাক্ষরে যোগাযোগের মোবাইল নম্বরসহ আগামী ১৫ জুন রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে সিজেকেএস আরচারি কমিটির ৫ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জুন সিজেকেএস আরচারি লিগ শুরু হবে। এ লিগে অংশগ্রহণে আগ্রহী সিজেকেএস অনুমোদিত ক্লাব/সংস্থা সমূহকে আগামী ১৩ জুন রাত ৮টার মধ্যে স্ব স্ব ক্লাবের প্যাডে লিখিতভাবে অংশগ্রহণের সম্মতি যোগাযোগের মোবাইল নম্বরসহ সিজেকেএস কার্যালয়ে জমা প্রদানের জন্য বলা হয়েছে। যোগাযোগ: এড. শাহবাজ মুনতাসির চৌধুরী (০১৮৩৫-৬১৭১৬১)।