সিজেকেএস অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রেসিডেন্ট একাদশের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার নিয়ে আয়োজিত টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রেসিডেন্ট একাদশ। গতকাল সিরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত ৩০ ওভারের ম্যাচে প্রেসিডেন্ট একাদশ ৬ রানে হারিয়েছে সাধারণ সম্পাদক একাদশকে। প্রথমে ব্যাট করতে নামা প্রেসিডেন্ট একাদশ ২৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলেল পক্ষে আবির দাশ ৩৪, আসিফ ২৩ এবং সুহাদ এলাহি করে ১৮ রান। সাধারন সম্পাদক একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে ইয়াছিন, সাদমান, হাসনাত এবং ইমরান। জবাবে ব্যাট করতে নামা সাধারন সম্পাদক একাদশ ২৯.১ ওভারে ৯৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আবরার ২৬, তালহা ১০ এবং ইমরান করে ২৭ রান। প্রেসিডেন্ট একাদশের পক্ষে ৩টি উইকেট নিয়েছে ঝয় দাশ। ২টি করে উইকেট নিয়েছে আসিফ এবং মারুফ। একটি করে উইকেট নিয়েছে তাফিজুল এবং জুনায়েদ। এর আগে গত মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রেসিডেন্ট একাদশ ৬৩ রানে পরাজিত করে বয়ষ ভিত্তিক দলের আহবায়ক একাদশকে। প্রথমে ব্যাট করতে নামা প্রেসিডেন্ট একাদশ ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে জয় দাশ। এছাড়া সুহাদ এলাহি ১১, আসিফ ১২, ইয়ামিন ২১, আবির ১২, মারুফ ১৫ এবং জুনায়েদ করে ১৪ রান। আহবায়ক একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে জিয়াউল, আফ্‌ফান, হিমেল এবং অন্তর। একটি উইকেট নিয়েছে আশরাফুল। ১৫৩ রানের তাড়া করতে নামা আহবায়ক একাদশ ৩৬.৪ ওভারে ৮৯ রান করে অল আউট হয়ে যায়। দলেল পক্ষে রাফি ১৩, আশরাফুল ২২ ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। প্রেসিডেন্ট একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে জয় দাশ, আসিফ এবং জুনায়েদ।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে ১৭ অক্টোবর আসছে ক্যাবারে লিভিং থিয়েটার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আইআইইউসি জিএসসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন