সিজিএস স্কুলের কম্পিউটার চুরি, সিকিউরিটি অফিসারসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীর চিটাগাং গ্রামার স্কুল থেকে চুরি হওয়া কম্পিউটার উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাহিদ আরমান জিসান (৩১) ও মো. সেলিম উল্লাহ (৩৫)। এদের মধ্যে মূল চোর নাহিদ আরমান জিসান ওই স্কুলেই সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজাদীকে বলেন, গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে স্কুলের সিকিউরিটি অফিসার রুটিন চেক করতে গিয়ে দেখেন, স্কুলের অধ্যক্ষ মাহিন খানের রুমের কম্পিউটার নেই। পরবর্তীতে অন্যান্য রুমে সকল মালামাল ঠিক আছে কিনা দেখতে গিয়ে দেখেন যে, স্কুলের কাউন্সিলর ফাতেমা, কাউন্সিলর আরফানা, কাউন্সিলর রুবাইনার রুমের কম্পিউটারও উধাও। তিনি স্কুলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেন, আসামি মো. নাহিদ আরমান জিসান (৩১) ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার সময় উল্লেখিত রুম থেকে কম্পিউটার সামগ্রী চুরি করেছেন। ১০ ফেব্রুয়ারি আসামি নিত্যদিনের মতো ডিউটি করতে এলে তাকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন এবং চোরাই সিপিইউ ও মনিটর কম দামে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মো. সেলিম উল্লাহর কাছে বিক্রি করেছেন বলে জানান। পরে সেলিম উল্লাহকেও গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআয়শা খানম ও তাঁর লেখা একটি অনন্য গ্রন্থ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্র ও নগদ অর্থসহ ২ ডাকাত গ্রেপ্তার