শহীদ জিয়া স্মৃতি সংসদ সিজিএস কলোনী আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার বিপুল দর্শক সমাগমে দু’টি জমজমাট কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় টিম ঢুক টাইব্রেকারে নজরুল ইসলাম স্মৃতি সংসদকে ৪–৩ গোলে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় টিম ঢুকের গোলকিপার রাকিব। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরী। দ্বিতীয় খেলায় অনির্বান একাদশ নাইজেরিয়ান ফুটবলার মিজি’র দেয়া একমাত্র (১–০) গোলে স্পোর্টস–৯৮ কে পরাজিত করে। দুর্দান্ত খেলে প্রায় অর্ধডজন গোলের সুযোগ পেলেও দুর্বল ফিনিশিং আর দুর্ভাগ্যের কারণে ম্যাচ হারে স্পোর্টস–৯৮। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের গোলকিপার ফিরোজ। দ্বিতীয় খেলায় সেরা খেলোয়াড়ের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম আবাহনীর সাবেক কৃতী ফুটবলার পারভেজ। আজ অন্য দুই কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।