সিএসইতে ২.৩৫ কোটি শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৬১.৩৫ কোটি টাকা। মোট ২১,১৮০টি লেনদেনের মাধ্যমে মোট ২.৩৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৬.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৪৪২.৮৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ০.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯১.৪৭-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪৬.৭৫-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩০,৩৯২.৯৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,০০১.৭২ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০০টির। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২১টির। অপরিবর্তিত রয়েছে ৪১টির।

পূর্ববর্তী নিবন্ধমদ খেয়েই শুটিং করেছিলেন শরমন ও মাধবন!
পরবর্তী নিবন্ধস্টিম, এপিক, নিনটেনডোতে আসছে লেগো বিল্ডার্স জার্নি