সিএসইতে ২৭.৭২ লাখ শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ১৯.৬৫ কোটি টাকা। মোট ৪,১৭৬টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৭২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬৭৭.৯৭ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৪৩.৮৬-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৩.৩৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ৪০.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৪৬৩.৫৫ পয়েন্টে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৮১৯.৯১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১০৬.৬০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১১০টির।

পূর্ববর্তী নিবন্ধজেলা পুলিশকে হারিয়ে কিষোয়ানের শুভসূচনা
পরবর্তী নিবন্ধকংগ্রেস থেকে জিনতাওকে সরিয়ে নেওয়ার নতুন ভিডিওতে আরো রহস্য