চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১২.৮০ কোটি টাকা। মোট ৮৯৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৮.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৯৭৫.৬৪ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১০.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৭.৮৫ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬০.০৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৭৪২.৪৯ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯০,৩১০.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৪৮.৯৪ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, দাম কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।







