সিএসইতে লেনদেন ৯০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার মোট লেনদেনের পরিমাণ ৯০.০১ কোটি টাকা। ২৬ হাজার ৭২১টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৯০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭ হাজার ৫২৮.৩৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৪.৬৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬৯.৫৬ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৭৮০.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩ হাজার ৩৩২.৯৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৪৮ স্ক্রিপ্ট এর মধ্যে এদিন লেনদেন হয়েছে ৩২২টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।

পূর্ববর্তী নিবন্ধএক চলচ্চিত্রে একঝাঁক তারকা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজে টাইটেল স্পন্সর ইস্পাহানি