সিএসইতে লেনদেন ৭.২৬ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৭.২৬ কোটি টাকা। মোট ১,৯৩৮টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,২৯৪.২০ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২০.৬২তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৭.৩১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৫.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৯৭৪.৯০ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৪,১৩৯.২৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫১৬.৮৭ কোটি টাকায়।

সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ দলকে শুভকামনা জানালেন ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধনিন্দায় নিরাপত্তা পরিষদ