সিএসইতে লেনদেন ৬২৪.৩০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৬২৪.৩০ কোটি টাকা। ২,০৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৫.৪৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ২১.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৬৬.৮১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৯.৯২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৯০.২১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৫৪.৪৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯১,৫৭৬.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৩,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৩ টির, কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের গল্প আসছে ভারতীয় ওয়েব সিরিজে, অভিনয়ে শুভ
পরবর্তী নিবন্ধফ্রান্সে আগাম নির্বাচন ইতিহাস গড়ার আশায় কট্টর ডানপন্থিরা