সিএসইতে লেনদেন ৫.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.২২ কোটি টাকা। মোট ৩,৪৪২টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.৪৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৭৯.২৪ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৭.০৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৮.০৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৭.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৯২.৬২ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৭,৫৭৭.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, দাম কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য আবার ‘কালচারাল ফেস্ট’
পরবর্তী নিবন্ধবেতন থেকে ভাতা, কী কী সুবিধা পান মার্কিন প্রেসিডেন্ট