চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৫২.০৯ কোটি টাকা। মোট ১১,১৬৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,৭৪৪.৫৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৫.৫০-তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৭২.৯৬-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪১,২২৭.৮২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৬৯১.৪৬ কোটি টাকায়। সিএসইতে ৩৩৭ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির। অপরিবর্তিত রয়েছে ৬৪টির। প্রেস বিজ্ঞপ্তি।