চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৪২.২৭ কোটি টাকা। মোট ১৮,১৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৬.১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৬৭৫.৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫২৭.৬৮ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৮০.৮০ পয়েন্টে। সিএসইএসমেক্স গতকাল অপরিবতিত রয়েছে যা হলো ৬৩৩.৪১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৪,০০০.৭৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৩৫৭.১৪ কোটি টাকায়। সিএসইতে ৩৭৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২২ টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।