চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৩৫.০৮ কোটি টাকা। ৮,৯২৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৩.০১ লাখ শেয়ার হাতবদল হয়েয়ে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.০৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৯৫৮.৭৬ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৪.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৯৬.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৯৫.৪৪ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৮.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬১২.৫২।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫১,৯৫৯.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৬৮৬.২৫ কোটি টাকায় । সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১ টির, কমেছে ১৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।