চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৩২.২২ কোটি টাকা। মোট ৮,১৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪,৪৭২.৯৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৫০.৮০ তে। তাছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৪৭.২০ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৪,০৫১.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৬২৪.৮৪ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৮ টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।