চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের হয়েছে ২৬.৮৪ কোটি টাকা। মোট ১১,০৭০টি লেনদেনের মাধ্যমে ৮১.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৫৯৭.৬৮ পয়েন্টে। সিএসই–৫০ সূচক ২.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫২৪.৫৯–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৯১.৩৫ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক ১.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৩.৪১ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২,১৮৮.০৮ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৩৪৯.৪০ কোটি টাকায়।
সিএসইতে ৩৭৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৯টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।