চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল সোমবার মোট ২৪.৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। মোট ৯৫.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৬.৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩,৯৯১.৪৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০০৯.৬৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ২.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৯.৬৭ তে। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২১,২৩২.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৪০১.৫৩ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ২৪৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। প্রেস বিজ্ঞপ্তি।